পোস্টের বিষয়ঃ
ওপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে দারুন একটা টিপস নিয়ে হাজির হলাম। অনেকেই আমরা অন্যের ওইফাই ব্যবহার করি। কিন্তু তারা মোবাইলে দেখলেই বুঝে যায় আপনি তার ওইফাই চালাচ্ছেন। সেটা কিভাবে লুকাবেন, সেটা আজ দেখাব।তো চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।
এখনে দেখেন আমার ওইফাই নাই। তাই ব্লুটুথ দিয়ে দেখাচ্ছি।
এবার এপটাতে যাবেন এবং চালুকরে দিবেন Clean Status Bar
দেখেন আর কিছু দেখা যাচ্ছে না। বারের কালার বদলাতে পারবেন।
তারপর যাবেন Network Icon
এখানে যেকোনো একটা নিতে পারেন। আমি নিলাম HSPA+ (3g)
তারপর যাবেন Time
একটা সময় সেট করে, ক্লিক করবেন Set Time
তারপর আরকেউ বুঝতে পারবেনা আপনি তার ওইফই ব্যবহার করবেন।
এইভাবে আপনি ব্যবহার করতে পরবেন।আপনার এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা কমেন্ট করিয়েন এতে করে আমার নতুন নতুন পোস্ট নিয়ে আসতে উৎসাহিত করবে।
আমার একটা ইউটিউব চেনেল আছে সবাই ঘুরে আসুন
ConversionConversion EmoticonEmoticon